মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, দিনাজপুর।। ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের উদ্যোগে শীতবস্ত্র অনুষ্ঠানে দুঃস্থ ও শীতার্তদের মাঝে দুই’শত পিস কম্বল বিতরণ করা হয় ।
২৭ ডিসেম্বর, ১৯ শুক্রবার সকালে দিনাজপুর শহরের পাক পাহাড়পুরস্হ শিক্ষা দপ্তর সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে শীতবস্ত্র অনুষ্ঠানে আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মতিয়ার রহমান।
শীতবস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, শুধু কৃষক, মাটি ও মানুষে’র জন্য নয়, দুঃসময়ে দুঃস্থ-দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রমান করে দিয়েছে, সর্বশীর্ষে রয়েছে চ্যানেল আই। চ্যানেল আই প্রমান করে দিয়েছে পরিবেশ, মাটি, মানুষ ও দেশের পক্ষে কাজ করে। হৃদয়ের কথা বলে। তার প্রমান আজকের এই প্রয়াস। প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে চ্যানেল আই। চ্যানেল আই’র মতো এভাবে প্রতিটি প্রতিষ্ঠান ও বিত্তবান ব্যক্তিদের দরিদ্র শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। তাহলে দারিদ্র মুক্ত হবে এ দেশ, ভালোভাবে বাঁচবে মানুষ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম। এসময় উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি এস.এম. খালেকুজ্জান রাজু, ফোরামের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক মিলন, দিনাজপুর পৌর কাউন্সিলর মোঃ মোস্তফা কামাল মুক্তিবাবু, সহ-সম্পাদক মিনারুল ইসলাম মিনার, হাসান চৌধুরী, ওসমান গণি, শিক্ষাবিদ কবির মাষ্টার, দৈনিক দিনবদলের সংবাদের সম্পাদক ও প্রকাশক মো. রেজাউল করিম, সাংবাদিক মো. মিজানুর রহমান (ডোফুরা), প্রশান্ত রায় চৌধূরী জুনসহ অন্যরা।