দিনাজপুর বার্তা২৪ ডেক্স // বিনোদন: দীর্ঘদিন পর আবারো নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা শিমলা। উত্তম আকাশের পরবর্তী ছবিতে অভিনয় করবেন তিনি। সম্প্রতি ছবির প্রাথমিক কথাবার্তা শেষ করছেন এ গুণী অভিনেত্রী।
এ প্রসঙ্গে শিমলা বলেন, ‘পরিচালক একটি ছবির বিষয়ে আমার সঙ্গে প্রাথমিক কথা বলেছেন। উত্তম আকাশ একজন গুণী পরিচালক। অচিরেই ছবির গল্প ও চরিত্র নিয়ে নির্মাতার সঙ্গে মিটিংয়ে বসব। ব্যাটে-বলে মিলে গেলে অচিরেই ছবির শুটিং শুরু করব।’
এদিকে শিমলা বর্তমানে রশিদ পলাশের ‘নাইওর’ শীর্ষক একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে তার সঙ্গে প্রথমবারের মতো দেখা যাবে দর্শকপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনকে। একটি গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে এই ছবির কাজ শেষ হবে বলে জানান শিমলা। এ ছাড়া শিমলার মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ শীর্ষক একটি ছবি। এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এ ছবিতে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত শিমলার সঙ্গে জুটি বেঁধেছেন ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত মামুন। অসম প্রেমের গল্পের প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হয়েছে। এ ছবির গল্পে দেখা যাবে, ত্রিশ বছর বয়সের শিমলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ১৮ বছরের তরুণ মামুন।
বর্তমানে আপনার ছবির সংখ্যা সীমিত হওয়ার কারণ কীথ এমন প্রশ্নের জবাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী সিমলা বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরু থেকেই অল্পসংখ্যক ছবিতে কাজ করে আসছি। কারণ একটানা কাজে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। এখন আরও কমিয়ে দিয়েছি। এ ছাড়া বর্তমানে আমি যেমন তেমন চলচ্চিত্রে কাজ করে আমার ক্যারিয়ারের সুনাম নষ্ট করতে চাই না। বলা যায় এ কারণেই চলচ্চিত্রে আমার উপস্থিতি কম। বেছে বেছে বছরে দু-একটা ছবি করব।’