দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

শুটিংয়ে সত্যিকারের মার খেলেন রাজকুমার
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ৪:০৩ অপরাহ্ণ | পড়া হয়েছে ৬৩০ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: বিক্রমাদিত্য মোতওয়ানি পরিচালিত ট্রাপড সিনেমায় বাস্তবধর্মী অভিনয় করে সমালোচকদের প্রশংসা পাচ্ছেন অভিনেতা রাজকুমার রাও। এবার তার পরবর্তী ওমের্টা সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলতে চান এ অভিনেতা। এ জন্য শুটিংয়ে সময় ইচ্ছে করেই সহ-অভিনেতাদের মার খেয়েছেন তিনি।

ব্রিটিশ বংশোদ্ভুত সন্ত্রাসী আহমেদ ওমর সায়েদকে নিয়ে নির্মিত সিনেমা ওমের্টা। ২০০২ সালে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ড্যানিয়েল পার্লের কিডন্যাপের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। সিনেমায় ওমর সায়েদের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার।

রাজকুমার রাও ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমার একটি দৃশ্যে দেখানো হবে, পুলিশ ওমরকে রিমান্ডে নিয়ে উল্টো ঝুলিয়ে রেখেছে। অ্যাকশন ক্রু ও সহ-অভিনয় শিল্পীরা আমাকে মারবে এমনটাই কথা ছিল। আমি তাদের সত্যি সত্যিই মারতে বলি।’

তিনি আরো বলেন, ‘দৃশ্যটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে এটির প্রয়োজন ছিল। আমি ব্যথাটা অনুভব করতে চাচ্ছিলাম কারণ এটি ওমরকে মানসিকভাবে শক্তি যোগাচ্ছিল। আমি ভয় পাচ্ছিলাম না।’

ওমের্টা সিনেমাটি পরিচালনা করছেন হানসাল মেহতা। আলীগড়, সিটিলাইট ও শহীদ সিনেমার পর এ নির্মাতার সঙ্গে রাজকুমার রাওয়ের চতুর্থ সিনেমা এটি।

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়