দিনাজপুর বার্তা২৪.কম : হাসপাতাল থেকে ফিরে নববর্ষের প্রথম দিনেই স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাহামের সঙ্গে সময় কাটালেন চিত্রনায়ক শাকিব খান । পারিবারিক আয়োজনে একটি পাঁচতারা হোটেলে বৈশাখের প্রথম দিনের সন্ধ্যা কাটিয়ে কিংখান ছুটে গেলেন ছবির মহরতে । যে ছবির নায়িকা বুবলী ।
রাজধানীর একটি পাঁচতারা হোটেলে শুক্রবার সন্ধ্যায় ছেলে আব্রাহামের সঙ্গে প্রথমবার বৈশাখ উদযাপন করলেন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস ।
অপু বলেন , ‘ ঘন্টাখানেক আমরা একসঙ্গে সময় কাটিয়েছি । শাকিব ও আমার জন্য এটি নতুন অভিজ্ঞতা । কারণ গত বছরও এই বিশেষ দিনে আব্রাহাম পৃথিবীতে আসেনি । বাবা – মা হিসেবে এটা আমাদের কাছে অবশ্যই স্মরণীয় দিন । ’
শাকিব খান – বুবলী জুটির ‘ রংবাজ ’ চলচ্চিত্রের মহরত ( ছবি : সংগৃহীত ) বৈশাখের এই দিনে কিংখানের পরনে ছিলো পাঞ্জাবি , পায়জামা । আর অপু পরেছিলেন সালোয়ার কামিজ । বৈশাখী পাঞ্জাবি আর উত্তরীয়তে সেজেছিলো তাদের একমাত্র সন্তান আব্রাহাম ।
এখানকার আনুষ্ঠানিকতা শেষ করেই শাকিব খান ছুটলেন গুলশানে , আগে থেকেই কথা ছিলো ‘ রংবাজ ’ ছবির মহরতে যোগ দেবেন বলে । একটি রেস্তোরাঁয় হয়ে গেলো আলোচিত ছবিটির মহরত ।
বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্র ও কলকাতার শ্রী ভেঙ্কেটেশের যৌথ প্রযোজনায় তৈরি হবে শামীম আহাম্মেদ রনির ‘রংবাজ’। ‘বসগিরি’ জুটি শাকিব-বুবলীর ছবি নাকি আরও বড় পরিসরে তৈরি হবে। এটি মুক্তি দেওয়া হবে ঈদুল ফিতরে।
Related