দিনাজপুর বার্তা২৪.কম : ২০১৫ সালের ২৫শে জানুয়ারি অভিনেত্রী সোহা আলী খান বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেতা কুনাল খেমুর সঙ্গে। ইতিমধ্যেই ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা বেশ কয়েকবার শুনতে হয়েছে এ দম্পতিকে। কখনো আত্মীয়-বন্ধুরাও কৌতূহল দেখিয়েছেন। কখনোবা এ প্রসঙ্গে সামলেছেন সাংবাদিকদের প্রশ্ন। এবার অবশেষে সোহা ও তার প্রথম সন্তানের কথা ঘোষণা করলেন কুনাল নিজেই। তিনি সাংবাদিকদের বলেন, সোহা আর আমার প্রথম সন্তানকে দেখতে পাবেন এই বছরের শেষের দিকে। এই খবর জানাতে খুব ভালো লাগছে। আপনাদের আশীর্বাদ ও ভালবাসার জন্য ধন্যবাদ। আপাতত সোহার মাতৃত্বের খবরে খুশি দুই পরিবারই। দিন কয়েক আগে পুণের একটি কলেজে এক অনুষ্ঠানে গিয়েছিলেন সোহা। সেখানে তিনি জানিয়েছেন, এখন থেকে খুব বেছে কাজ করবেন। অন্যদিকে অজয় দেবগন ও পরিণীতি চোপড়ার সঙ্গে ‘গোলমাল এগেন’ ছবিতে সদ্য স্ক্রিন শেয়ার করেছেন কুনাল।