দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
আলম আরা মিনুর জোড়া মিউজিক ভিডিও
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ২৩, ২০১৭, ৩:২৩ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,৪০৪ বার |

দিনাজপুর বার্তা২৪.কম : বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু জোড়া মিউজিক ভিডিও নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন। দুটি গানই দেশের শীর্ষ দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত হবে। এর মধ্যে ‘দক্ষিণের জানালা’ শিরোনামের গানটি সিএমভি থেকে এবং ‘বন্ধু হয়ে যাব’ শিরোনামের গানটি সংগীতা থেকে প্রকাশিত হবে। তবে ভিডিওতে গান দুটি প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত করেননি।
এ প্রসঙ্গে আলম আরা মিনু বলেন, ‘এখন তো অনিচ্ছা সত্ত্বেও অনেক শিল্পীকে মিউজিক ভিডিও করতে হচ্ছে। আর মিউজিক ভিডিও করতে গেলে যে খরচ হয়, তা পুরো অ্যালবামেও হয় না। তবুও প্রযুক্তির এ সময়ে শ্রোতারা ভিডিও নির্ভর হয়ে পড়ায় বাধ্য হয়েই আমাদের এ কাজটি করতে হচ্ছে। কারণ গানটি তো শ্রোতাদের কাছে পৌঁছাতে হবে। সেই চিন্তা থেকেই দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করছি। আশা করছি, ভিডিও আকারে গান দুটি দর্শক-শ্রোতামহলে মুগ্ধতা ছড়াবে।’
প্রসঙ্গত, আলম আরা মিনু বর্তমানে দুটি অ্যালবামের কাজ অসমাপ্ত করে রেখেছেন। অ্যালবাম দুটির মধ্যে একটি আধুনিক অন্যটি দেশের গানের। এগুলোর প্রকাশকাল নিয়ে অনিশ্চিতায় রয়েছেন তিনি। তবে প্রকাশের আগে আধুনিক গানের অ্যালবামটির সংগীতায়োজনে কিছুটা পরিবর্তন আনবেন বলেও মিনু জানিয়েছেন।

এই পাতার আরো খবর -
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৬ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৫ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
এশা রাত ৭:১১ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO