দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
ফিরছেন ফারহানা মিলি
মোফাচ্ছিলুল মাজেদ ডিসেম্বর ৩, ২০১৮, ৫:৪৩ অপরাহ্ণ | পড়া হয়েছে ৭০৫ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মডেল হয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন ফারহানা মিলি। সেই বিজ্ঞাপনে মিলি ছোট্ট একটি ছেলে বাবুর বড় বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। মিলির সংলাপ ছিল এমন- ‘আমারে ছাড়া থাকতে পারবি?..’। পরবর্তী দৃশ্যেই বাবুর সংলাপ ছিল এমন- ‘মা, বুবু কী কাল সকালেই চইলা যাইবো?..’ বড় বোনের বিয়ে হয়ে যাওয়াতে বাবুর মন খারাপ ছিল। ভাই বোনের এমন আবেগঘন দৃশ্য সে সময় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এই বিজ্ঞাপনের পর ফারহানা মিলি আরো কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এবার দীর্ঘদিন পর একটি ভালো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ পেলেন তিনি। এটি পূজা রোজারিওর নির্দেশনায় আরএফএল’র বেবী ডায়াপারের বিজ্ঞাপন।
ফারহানা মিলি ও তার সঙ্গে ছোট্ট একটি শিশুর অনবদ্য অভিনয়ে এ বিজ্ঞাপনটি হয়ে উঠেছে বেশ নান্দনিক, এমনটাই জানালেন এ অভিনেত্রী মডেল। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ভালো কনসেপ্টের বিজ্ঞাপনে কাজ করার আগ্রহ তো সব সময়ই থাকে। কিন্তু সব সময় আসলে ব্যাটে বলে হয়ে ওঠে না। পূজা রোজারিও বেশ ভালো একজন বিজ্ঞাপন নির্মাতা। তার নির্দেশনায় কাজ করে খুব ভালো লেগেছে। কাজটি নিয়ে আমি আশাবাদী। বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।

এই পাতার আরো খবর -
২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO