দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর জেলা বিরল উপজেলার সন্তান তাসজিদ বুরহান (রোদ) দীর্ঘদিন ধরেই টেলিভিশন নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে আসছেন। শ্রম সাধনা দিয়ে সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি দর্শক প্রিয়তাও বাড়ছে তার। তাসজিদ বুরহান রোদ এবার নতুন একটি নাটক ‘কিডন্যাপ’ গল্পে অভিনয় করেছেন। এই নাটকে রোদকে একটি ভিলেন চরিত্রে দেখা যাবে। নাটকটি পরিচালনা করেছেন জি.এম সৈকত। তাসজিদ বুরহান রোদ বলেন, একজন শিল্পী হিসেবে বিভিন্ন চরিত্রে অভিনয়ের ইচ্ছে সব শিল্পীরই থাকে। তাই কিডন্যাপ গল্পে একটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। আমি আমার সাধ্য অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি দর্শকের ভাল লাগবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।