![](https://i0.wp.com/dinajpurbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
দিনাজপুর বার্তা২৪.কম :-করোনার সংক্রমণ রোধে মানুষকে ঘরবন্দি থাকা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। কিন্তু ঘরবন্দি থাকা সত্যি ভীষণ কঠিন ব্যাপার। বিশেষ করে তরুণ বয়েসি ছেলে-মেয়েদের জন্য। এবার তাদেরকে ঘরে থাকতে উৎসাহ দেওয়ার জন্য মোটিভেশনাল ফিল্ম নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে অভিনয় করেছেন তার সহধর্মিণী নুসরাত ইমরোজ তিশা। এর সিনেমাটোগ্রাফিও করেছেন ফারুকী। এ নির্মাতা বলেন, ‘এ কাজটি করা একজন মানুষ হিসেবে দায়িত্ব মনে করছি। এখানে চলচ্চিত্র পরিচালক হিসেবে বাড়তি কোনো দায়িত্ব মনে হয়নি। ইউনিসেফ কাজটি করার জন্য বলে। তারপর আমিও তাদের বলি, ঠিক আছে চেষ্টা করে দেখি।’ এ ফিল্মের বিষয়বস্তুর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত ১৫ দিন ধরে খেয়াল করছিলাম, তিশা কীভাবে তার সময়টা ব্যয় করছে। যাতে বিরক্ত না হয়, এজন্য সে টি শার্ট কেটে কুষণ কাভার বানিয়ে ফেলছে। পুরোনো কার্পেট কেটে কিছু একটা তৈরি করছে। তখন আমার মনে হলো, এই যে জীবনটা যাপন করছি সেটাই যদি মানুষকে দেখাতে পারি তবে মানুষকে তা স্পর্শ করতে পারে।’ এতে একক অভিনয় করেছেন তিশা। তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য আমাদের ঘরে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। আমাদের এই ভিডিও দেখে মানুষ যদি ঘরে থাকতে উৎসাহিত হয় এবং অন্যকে উৎসাহ দেয় তবেই আমাদের স্বার্থকতা।’ ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় নির্মিত এ ফিল্মের শুটিং হয়েছে ফারুকীর বাসায়। এতে তিশা-ফারুকী ছাড়া কাজ করেছেন একজন সহকারী ও ভিডিও এডিটর।