
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ এই প্রজন্মের সুকণ্ঠী উপমা। ১০টির মতো মিশ্র অ্যালবামে গেয়েছেন তিনি। প্রকাশ পেয়েছে একক অ্যালবাম; করেছেন প্লেব্যাক-ও। এবার তিনি হাজির হলেন ইসলামিক গান নিয়ে। সৃষ্টিকর্তার গুণগান নিয়ে তৈরি এই গানগুলোকে মূলত নাশিদ বলা হয়। পুরনো নয়, মৌলিক। একটি নয়, একসঙ্গে ৪টি! শিরোনামগুলো এমন- ‘ও খোদা’, ‘জান্নাত’, ‘মালিক রাব্বানা’ ও ‘তোমার দয়া’। লিখেছেন- রবিউল ইসলাম রবি, শাহিন আক্তার পাখি ও শাহীন আলম। সুর করেছেন শাহরিয়ার বাঁধন এবং সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহীন। ইসলামিক গান গাওয়া প্রসঙ্গে উপমা বলেন, ‘এতোদিন আধুনিক গানই করেছি। এবারই প্রথম মৌলিক ইসলামিক গান করলাম। খুবই সুন্দর গান হয়েছে। ইবাদতের মাসে আমার এই নাশিদগুলো সবার ভালো লাগবে। আশা করি শ্রোতারা আগের মতোই আমাকে সাপোর্ট করবেন।’ প্রযোজক জিয়াউদ্দিন আলম জানান, গানগুলোর ভিডিও বৃহস্পতিবার থেকে এক এক করে উন্মুক্ত হবে জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। পাশাপাশি শোনা যাবে দেশের সবকটি অডিও স্ট্রিমিং সাইটে।