ঢাকাবুধবার , ২৮ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন ওমর সানি

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৮, ২০২১ ৩:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ নব্বই দশকদের ঢাকাই জনপ্রিয় নায়ক ওমর সানি। তার অভিনীত অসংখ্য ব্যবসা সফল ছবি দর্শকদের মনে গেঁথে রয়েছে। কয়েক বছর যাবত অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেতা। প্রায়ই দেশ ও দেশের মানুষের কল্যাণে পোস্ট করে থাকেন তিনি। সম্প্রতি তিনি মুখ খুলেছেন চিত্রনায়ক আলমগীরকে নিয়ে মৃত্যুর গুজব ছড়ানো নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘ইউটিউব চ্যানেলের প্রতি একটা নীতিমালা থাকা উচিত, তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকা উচিত। তা কি হচ্ছে? কত হাজার গুঞ্জন হলে নীতিমালা করবেন? আমাকে মেরেছে কয়েকবার, মৌসুমীকেও মেরেছে। এটিএম সাহেবকে মেরেছিল অনেকবার। আরো অনেককে মেরেছে মিথ্যা তথ্য দেয়া এবং কাল্পনিক গল্প, আজ জলজ্যান্ত আমাদের চলচ্চিত্রের বটবৃক্ষ আলমগীর সাহেবকে মারলেন। না উনি মারা যাননি। উনি বেঁচে আছেন।’ তিনি আরও লিখেছেন, ‘কয়েকদিন আগে দেখলাম সাইডলাইনে বসে থাকা একটা মেয়েকে তার অসুস্থতা ও অসহায়ত্ব নিয়ে তাকে নায়িকা বানিয়েছেন। আসলে উনি নায়িকা নয়। আরো অনেক গল্প। একটা নীতিমালা হওয়া উচিত। কোন কন্ট্রোল নেই। আমাদের বিক্রি করে পয়সা কামাচ্ছে তারা। যারা এগুলো করছে তারা কি মানুষ নাকি। যাই হোক, তথ্যমন্ত্রী এবং রাষ্ট্র মহোদয়কে বললাম।’ এদিকে কোনোরকম নিশ্চিত না হয়েই আলমগীরকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তিনি আর নেই। যারা এসব কাজের সঙ্গে সম্পৃক্ত তাদের শনাক্ত করে আলমগীরের পরিবারের পক্ষ থেকে সাইবার ক্রাইমে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শনাক্তকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।