
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ কয়েকটি সিন বাকি।হাসাপাতালের সিন। আর দুই থেকে তিনদিন শুটিং করতে পারলেই শেষ হয়ে যেতো অভিনেত্রী রোজিনা পরিচালিত প্রথম ছবি ‘ফিরে দেখা’। কিন্তু করোনার কারণে ছবিটি শেষ দৃশ্যায়ন সম্ভব হচ্ছেনা বলে জানালেন রোজিনা। ছবিটিতে রোজিনার বিপরীতে আছেন ইলিয়াস কাঞ্চন। আর এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বেধেছেন নিরব ও স্পর্শিয়া। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হবে ‘ফিরে দেখা’। ইতোমধ্যে ছবিটির ত্রিশভাগ কাজ তথ্যমন্ত্রণালয়ে জমা দিয়েছেন বলে জানান রোজিনা। রোজিনা বলেন, ‘হাসপাতালের দৃশ্যের ২-৩দিন শুটিং করলে শেষ হবে ফিরে দেখা। তবে করোনার কারণে শুটিং সম্ভব হচ্ছে না। তবে এই সময়েও কাজ থেমে নেই। এখন টেকনিক্যাল কাজ করছি। ছবিটির শুটিংয়ের ৩০ ভাগ কাজ জমা দিয়েছি। আমরা চাইছি পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী কোরবানীর ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে।’ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে প্রথম সিনেমাটি নির্মান করছেন রোজিনা। গল্পটি মুক্তিযুদ্ধকালীন সত্যিকারের একটি ঘটনা অবলম্বনে। ১৯৭১ সালে গোয়ালন্দের একটি পরিবারের ঘটনার ওপর ভিত্তি করে আবর্তিত। রোজিনা আগেই জানিয়েছিলেন রাজবাড়ীর এই গোয়ালন্দ গ্রামে তার নানাবাড়ি। ৭১ এর যুদ্ধের সময় নানাবাড়িতেই ছিলেন তিনি। বোঝার মতো বয়স ছিল তখন। সিনেমায় তার দেখা যুদ্ধের সময়ের কিছু ঘটনা তুলে ধরছেন ফিরে দেখা সিনেমায়। ছবিটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। রোজিনার ভাইয়ের চরিত্রে আছেন নিরব। তিনি একজন মুক্তিযোদ্ধা। প্রথমবার মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন নিরব। চলতি বছর মার্চ মাসের শুরুতে রাজবাড়ীর গোয়ালন্দে শুরু হয়েছিলো ছবিটির শুটিং।