ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

মালাইকা কন্যাসন্তান চান কেন?

দিনাজপুর বার্তা
মে ৯, ২০২১ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ভারতীয় মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা। বর্তমানে ‘সুপার ড্যান্সার: চ্যাপটার ফোর’ রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও তাকে দেখা যাচ্ছে। এর একটি পর্বে তিনি জানিয়েছেন, অনেকদিন থেকেই কন্যাসন্তান চান তিনি। অনুষ্ঠানে ফ্লোরিনা গাগোইয়ের পারফরম্যান্সে মুগ্ধ হন মালাইকা। ছয় বছর বয়সী এই প্রতিযোগীকে কোলে নিয়ে তিনি বলেন, ‘তোমাকে কি আমার বাড়িতে নিয়ে যাব? বাড়িতে আমার ছেলে আছে। কিন্তু অনেকদিন থেকেই বলছি, যদি আমার একটা মেয়ে থাকত। আমার অনেক সুন্দর জুতো ও পোশাক রয়েছে, কিন্তু সেগুলো পরার কেউ নেই।’ ৪৭ বছর বয়সী মালাইকার একমাত্র ছেলে আরহান খান। সম্প্রতি ‘মুন্নি বদনাম’খ্যাত এই অভিনেত্রী জানান, শুধুমাত্র ছেলের জন্যই রান্না শুরু করেছেন তিনি। মালাইকা বলেন, ‘যখনই সময় পাই রান্না করি। আমার ছেলে এটি খুব পছন্দ করে। সত্যি বলতে রান্না শুরুই করেছি তার জন্য।’ ১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালের নভেম্বরে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন এ দম্পতি। এরপর থেকে তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন ছিল। ২০১৭ সালে ১১ মে তাদের বিচ্ছেদ আবেদন মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। বর্তমানে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার এবং ইটালিয়ান মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে আরবাজ খানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।