ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ফের সুজয়ের সিনেমায় শহিদ কাপুর

দিনাজপুর বার্তা
মে ২২, ২০২১ ৩:২২ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। সবশেষ কবির সিং এবং পদ্মাবত দিয়ে বেশ দর্শক প্রশংসা কামিয়েছেন তিনি। চলতি বছর দিওয়ালিতে ‘জার্সি’ মুক্তির অপেক্ষায় থাকলেও করোনার কারণে তা কবে নাগাদ মুক্তি পাবে তা এখনও বলা মুশকিল। এদিকে গুঞ্জন রটেছে খুব শিগগিরই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে স্বাক্ষর যাচ্ছেন শহিদ। সম্প্রতি পিংকভিলা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে, কাহানি এবং বদলা সিনেমার পরিচালক সুজয় ঘোষের একটি সিনেমার জন্য স্বাক্ষর করেছেন শহিদ। বেশ অনেকদিন আগে থেকেই সুজয়ের সিনেমায় কাজ করার কথা হচ্ছে তার। তবে পছন্দসই স্ক্রিপ্ট, শিডিউল জটিলতায় এতদিন তা আর হয়ে ওঠেনি। অবশেষে সুজয়ের সিনেমায় অভিনয়ের মত দিয়েছেন কবির সিং। সিনেমাটির স্ক্রিপ্ট দারুণভাবে পছন্দ হয়েছে শহিদ কাপুরের। এবার দুজনের এগিয়ে যাওয়ার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই শুরু হবে সিনেমাটির শুটিং। এ সিনেমা নিয়ে অফিশিয়ালি কোনো ঘোষণা না আসলেও ধারণা করা হচ্ছে এর গল্প হতে যাচ্ছে অ্যাকশন-থ্রিলার ঘরনার। শহিদের কাছে বেশ কিছু সিনেমার প্রস্তাব আসলেও সুজয়ের এই সিনেমার জন্য প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, চলতি বছরই ‘জার্সি’ সিনেমার শুটিং শেষ করেছেন শহিদ কাপুর। এরপর রাজ এবং ডিকের একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এটি আমাজন প্রাইমে মুক্তি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।