ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

তৃষার সঙ্গে রোমান্স করলেন ষাটোর্ধ্ব বালাকৃষ্ণা

দিনাজপুর বার্তা
মে ২২, ২০২১ ৩:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ দক্ষিণী সিনেমার অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণাকে নিয়ে পরিচালক গোপীচাঁদ মালিনেনি নির্মাণ করতে যাচ্ছেন নাম ঠিক না হওয়া একটি সিনেমা। এতে ষাটোর্ধ্ব বালাকৃষ্ণার সঙ্গে রোমান্স করবেন ৩৮ বছর বয়েসী তৃষা কৃষ্ণান। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমায় বালাকৃষ্ণার বিপরীতে তৃষা কৃষ্ণানকে নেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক গোপীচাঁদ। সিনেমাটিতে কাজের প্রস্তাব দেওয়ার পর সম্মতি দিয়েছেন তৃষা। দীর্ঘ দিন পর এ সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ২০১৬ সালে তেলেগু ভাষার ‘নায়ক’ সিনেমায় সর্বশেষ দেখা যায় তৃষাকে। নারী প্রধান এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ২০১৫ সালে তেলেগু ভাষার ‘লায়ন’ সিনেমায় বালাকৃষ্ণার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তৃষা। অ্যাকশন ঘরানার এ সিনেমা মুক্তির পর দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। দীর্ঘ দিন পর এই জুটির রসায়ন দর্শকের হৃদয়ে নাড়া দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিচালক। মিথরি মুভি মেকারের ব্যানারে নির্মিত হবে তৃষা-বালাকৃষ্ণার নতুন সিনেমাটি। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। বাণিজ্িযক ঘরানার এই সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র রয়েছে। অন্য নারী চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি। ১৯৯৯ সালে ‘মিস মাদ্রাজ’ খেতাব জয়ের পর ওই বছরই চলচ্চিত্রে নাম লেখান তৃষা কৃষ্ণান। তার অভিনীত অভিষেক চলচ্চিত্র ‘জুড়ি’। এরপর তামিল, তেলেগু, মালায়লাম ও হিন্দি ভাষার অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে তামিল ভাষার ৪টি ও মালায়ালাম ভাষার একটি সিনেমার কাজ তৃষার হাতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।