
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’। বন্ধন বিশ্বাসের পরিচালনায় সিনেমাতে উঠে আসবে চা বাগানের শ্রমিকদের নানা ঘটনা। সিনেমার দ্বিতীয় (শেষ) লটের কাজ চলছে শ্রীমঙ্গলে। রোববার শেষ হচ্ছে সিনেমার দৃশ্যধারণ। শনিবার শুটিংয়ের ফাঁকে অপু বিশ্বাসের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন চিত্রনায়ক নিরব। ছবি দেখে বোঝাই যাচ্ছে সবাইকে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম্য আঙ্গিকে। চিত্রনায়ক নিরব বলেন, ‘গত ১৫ তারিখে শ্রীমঙ্গলে আসছি। এখানে বেশকিছু দৃশ্য ও গানের শুটিং করা হলো। সিনেমার দ্বিতীয় (শেষ) লটের কাজ চলছে। রোববাব শুটিং শেষ হয়েছে।’ নিরব-অপু ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অপুর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। সিনেমাটি ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদানপ্রাপ্ত। সিনেমা কাজ শুরু হয় গত বছর। তানভীর আহমেদের চিত্রনাট্যে সিনেমাটি।