ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

তিন সপ্তাহে ‘রাধে’র আয় মাত্র এক লাখ রুপি!

দিনাজপুর বার্তা
জুন ২৪, ২০২১ ২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ মহামারীর কারণে মন্দা চলছে বলিউড সিনেমার ব্যবসায়। সালমান খানের ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তির অনুমতি দেয়া হয়েছে মাত্র তিনটি হলে। আর এই তিন হলে তিন সপ্তাহ চলার পরে ছবিটি আয় করতে পেরেছে মাত্র ১ লাখ রুপি। ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ যখন মুক্তি পেয়েছে তখন পুরো ভারতে করোনা পরিস্থিতির অবস্থা ভয়াবহ। সব সিনেমা হল বন্ধ করে দেয়া হয়েছিল। খোলা ছিল শুধু ত্রিপুরার তিনটি হল। ওই তিন হলে মুক্তি দেয়া হয়েছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে অবশ্য মহারাষ্ট্র, আওরঙ্গবাদ ও মালেগাও-এর অল্প কয়েকটি হলে ছবিটি মুক্তি দেয়া হয়েছে। তবে দর্শক ছিল না বললেই চলে। বলিউড হাঙ্গামার রিপোর্টে জানা গেছে, ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ প্রথম সপ্তাহে ত্রিপুরার তিন হল থেকে আয় করেছে ৬৩ হাজার রুপি। এরপর মহারাষ্ট্র, আওরঙ্গবাদ ও মালেগাও যোগ হওয়ার পর আয় হয়েছে আরও ৩০ হাজার রুপি। তৃতীয় সপ্তাহে আয় হয়েছে মাত্র ১১ হাজার রুপি। অর্থাৎ সব মিলিয়ে ছবিটি আয় করেছে ১ লাখ ৪ হাজার রুপি। সালমান খানের সিনেমা মানেই হিট, এই ধারণা পাল্টে দিয়েছে ‘রাধে’। সুপার ফ্লপ হয়েছে ছবিটি। সমালোচকরা রাধে নিয়ে খুব বাজে রিভিউ দিয়েছেন। দর্শকদের থেকে একেবারেই ভালো প্রতিক্রিয়া মেলেনি। এমনকি সালমানের বাবা সেলিম খানও সমালোচনা করেছেন ছবির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।