দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ সপ্তাহ খানেক ধরেই থেমে থেমে ভারি বর্ষণ চলছে। বৃষ্টি বাগড়া দেয়ার কারণে সাভারের পর এফডিসির আউটডোর অংশের শুটিং ব্যাহত হচ্ছে তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির। এমনও হচ্ছে যে, নায়ক-নায়িকাসহ শতাধিক টেকনিশিয়ান নিয়ে পুরো ইউনিট বসে আছে; অথচ বৃষ্টির কারণে শুটিং হচ্ছে না! তবে এই ক্ষতি পুষিয়ে দিচ্ছেন ছবির নায়ক শাকিব খান। এমনটা জানিয়েছেন নির্মাতা তপু খান। এবারই প্রথম তিনি ছবি বানাচ্ছেন। তপু খান জানান, বৃষ্টি কাজে যে পরিমাণ ক্ষতি করছে, সেটা সহযোগিতার মাধ্যমে পুষিয়ে দিচ্ছেন শাকিব খান। বলেন, শাকিব ভাইয়ার সহযোগিতা না পেলে আর্থিকভাবে অনেক ক্ষতির মুখোমুখি হতাম। বৃষ্টির কারণে শুটিং ব্যাহত হলেও তিনি অপেক্ষা করেছেন। এমনও হয়েছে সেটে এসে সকাল থেকে বসে থেকেছেন। একদিন বিকেল পর্যন্ত অপেক্ষা করে আমরা প্রস্তুত হতে পারিনি বলে তাকে ছেড়ে দিয়েছি। এ ছাড়া যখনই বৃষ্টি থেমেছে তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। কোনটা কীভাবে করলে ভালো হয়, কীভাবে সুন্দরভাবে কাজ শেষ তদারকি করছেন। প্রতিদিনই কলটাইমের আগে সেটে এসেছে তৈরি হয়েছেন। নির্ধারিত সময় শেষ হলেও তিনি আরও বেশি সময় দিচ্ছেন। তার এই ডেডিকেশন, নির্দেশনা সবকিছু কাজটাকে চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। পরিচালক বলেন, শুধু শাকিব ভাইয়া নয়, বুবলী আপুও বেস্ট সাপোর্ট দিচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া থেকে অন্যান্য শিল্পী, টেকনিশিয়ান, ডিওপিসহ প্রত্যেকেই একটা ভালো কাজের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। ইতোমধ্যে ৬০ ভাগ শুটিং শেষ করতে পেরেছি। আগামীর কাজগুলো আরও চমৎকারভাবে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস। গত ২৫ মে উত্তরায় শুরু হয় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির শুটিং। এরপর সাভার ও উত্তরায় কাজ চলে। পরিচালক জানান, প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে ‘লিডার আমিই বাংলাদেশ’ আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওই সময় মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র নিশ্চিত করে, শুধু বাংলাদেশ নয়, আমেরিকা, মধ্যপ্রাচ্য, লন্ডন, সিডনিতে মুক্তি দেয়া হবে শাকিব খান অভিনীত এ ছবিটি।