দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ সিনেমাও নয়, তবে থাকছে ধুন্ধুমার অ্যাকশন-অ্যাডভেঞ্চার। বিশ্বখ্যাত অ্যাডভেঞ্চারপ্রেমী বিয়ার গ্রিলসের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন বলিউডের রণবীর সিং। দু’জনকে দেখা যাবে বিগ বাজেটের এক অ্যাডভেঞ্চার শো’তে। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ। নেটফ্লিক্সের সঙ্গে দু’জনের প্রাথমিক কথাবার্তা শেষ। শুটিং শুরু হবে এ বছরই। বিশাল বাজেটের এ অ্যাডভেঞ্চার সিরিজ বিশ্বের সব দর্শকের জন্যই বানানো হচ্ছে। তবে মূল পরিকল্পনার ভার থাকছে বিয়ার গ্রিলসের কাঁধেই। প্রাথমিক পরিকল্পনা শেষ। সাইবেরিয়ায় শুটিংয়ের প্রস্তুতি চলছে এখন। পিংকভিলার খবরে প্রকাশ, রণবীরকে এর জন্য মানসিকভাবেও তৈরি হতে হচ্ছে। কারণ, সিরিজটিতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ স্টান্ট দৃশ্য থাকছে। যা রণবীরকেই করতে হবে। বলিউড ভক্তরাও মুখিয়ে আছেন এটা দেখতে যে বেঁচে থাকার জন্য ‘গালি বয়’কে এবার কী না কী খেতে হয়! কারণ, বিয়ার গ্রিলসের খাবার মেন্যু থেকে বাদ পড়ে না জ্যান্ত সাপ-কেঁচো থেকে কোনও প্রাণী!