ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর হাবিপ্রবির ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ১৭, ২০১৭ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম : ১৭ এপ্রিল সোমবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে নবম গ্রেডের সকল পদে ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করণ, ইন্টার্ণশীপের ভাতা বৃদ্ধির দাবিতে ও এনিম্যাল হাজবেন্ড্রী ডিগ্রীধারাীদের অযৌক্তিক আন্দোলনের প্রতিবাদে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধন শেষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক কমল চন্দ্র দাস।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন হাবিপ্রবির উপদেষ্টা মোঃ হান্নান সরকার, সাধারন সম্পাদক মাঃ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হাসান সুমন, দপ্তর সম্পাদক মোঃ রইমুল আম বাদল, সমাজ কল্যান সম্পাদক, মুশতাক ওয়াদুদ এলিস, ক্রীড়া সম্পাদক মোঃ সোহরাব হোসেন, কার্যকরী সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ শেখ আলী ইমরান, রুখসানা পারভীন বর্ষা, মোছাঃ শারমিন আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, প্রাণি সম্পদ অধিদপ্তরে যুগোপযুগী অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন ও সমন্বিত কোর্সের ৫ বছর মেয়াদি রেজিস্টার্ড ভেটেনারি গ্র্যাজুয়েটদের (ডিভিএম এবং বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ) অর্গ্রানোগ্রামের এন্ট্রি লেভেলে নমব গ্রেডের সকল পদে নিয়োগের বিধান নিশ্চিত করন করতে হবে। ৮ হাজার টাকার বদলে ইন্টার্ণ ডাক্তারদের সম্মানি ভাতা নিয়মানুযায়ী ভেটেরিনারি সার্জনের সমমান বেসিক ২২ হাজার টাকা করতে হবে। প্রাণি সম্পদ অধিদপ্তরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পে) নিয়োগ নিয়ে এএইচদের অযোক্তিক আন্দোলন ও ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।