দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

চিরিরবন্দরে মেধাবী ছাত্রী স্কুল ছেড়ে অসুস্থ্য বাবাকে নিয়ে ভ্যানে করে পথে পথে টাকা সংগ্রহ করছে।
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ২৫, ২০১৭, ৩:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে ৯২৭ বার |

দিনাজপুর বার্তা২৪.কম: অসুস্থ্য বাবার চিকিৎসার টাকা যোগাড় করতে বাবাকে ভ্যানে বসিয়ে নিজে ভ্যান চালিয়ে পথে পথে টাকা সংগ্রহ করছে। এঘটনাটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আফরোজা আকতার শিমু। আফরোজা জানায়, তার বাবা সিরাজুল ইসলাম দীর্ঘ এক বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ডান হাত পা পড়ে গেছে। ভ্যানচালক বাবার চিকিৎসার টাকা সংগ্রহ সংসারের খরচ যোগাতে সংসারের হাল ধরতে হয়েছে তাকে তার মাকে। সপ্তাহে পালাক্রমে মা সে (আফরুজা) বাবাকে ভ্যানে বসিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করছে। তাদের পরিবারে দুবোন ১ভাই বাবা মাসহ মোট ৫জন সদস্য সংসার। এরমধ্যে বড়ভাই বিয়ে করে আলাদা হয়েছে। বড় বোনের বিয়ে হয়ে গেছে। এখন পবিারের একমাত্র উপার্জন ব্যক্তি বাবাও এক বছর ধরে অসুস্থ্য। আফরুজার বাবা সিরাজুল কান্না জড়িত কন্ঠে জানান, সংসারে আয় করার মতো কেউ নেই তাই সংসারের খরচ চিকিৎসার টাকা যোগাড় করতে বাধ্য হয়ে স্কুলের ক্লাশ নষ্ট করে শিশু কন্যা আফরুজা তার মাকে দিয়ে ভ্যানে বসে ভিক্ষা করছি। আব্দুলপুর ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন শাহ জানান, আগামী অর্থ বছরে প্রতিবন্ধী ভাতার তালিকায় সিরাজুলকে অন্তর্ভুক্ত করা হবে।  বেলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা রোকেয়া জানান, আফরোজা ছাত্রী হিসেবে মেধাবী কিন্তু বাবা অসুস্থ্য হওয়ার পর হতে সে নিয়মিত স্কুলে আসেনা।

এই পাতার আরো খবর -
২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়