দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

হুইপ ইকবালুর রহিম এমপি প্রদত্ত আর্থিক অনুদান ও টিন প্রদান
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ২৯, ২০১৭, ১২:৫০ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,০৫০ বার |

দিনাজপুর বার্তা২৪.কম দিনাজপুর শহরের সরদার পাড়াস্থ পাগলার মোড়ে আগুনে ভষ্মিভূত চার পরিবারের প্রত্যেককে আর্থিক অনুদান টিন প্রদান করা হয়েছে

 শুক্রবার হুইপ ইকবালুর রহিম এমপি প্রদত্ত অনুদান হিসেবে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেককে হাজার টাকার চেক দুই বান করে টিন তুলে দেন শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম

এর আগে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে রান্না করে খাওয়ার জন্য নতুন হাড়ি, পাতিলসহ অন্যান্য সরঞ্জামাদি প্রদান করেন তিনি এছাড়াও ঘটনার দিন তাৎক্ষণিকভাবে ৩০ কেজি করে চালসহ শুকনা খাবার ক্ষতিগ্রস্থ পরিবারদের হাতে তুলে দেন আগুনে ভস্মিভূত দশম শ্রেণির এক ছাত্রীর হাতে নিজ উদ্যোগে তাৎক্ষণিকভাবে ক্রয়কৃত বই তুলে দিয়ে আগামী এসএসসি পরীক্ষায় অনুশীলনের ব্যবস্থা করে দেন তিনি এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন, শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, প্রচার সম্পাদক মাসুদ রানা, সহ প্রচার সম্পাদক মাইনুল ইসলাম, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা পারভীন মিনাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ

উল্লেখ্য, গত এপ্রিল রবিবার সকাল সাড়ে ৭টায় শহরের সরদার পাড়া এলাকার পাগলার মোড়ে চুলার আগুন থেকে ভয়াভহ অগ্নিকান্ডের সৃষ্টি হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে নেভাতে ভষ্মিভূত হয়ে যায় চারটি পরিবারের সকল আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র, টাকা পয়সাসহ প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়

 

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়