দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
সেতাবগঞ্জে ক্যান্সার রোগীর পাশে সাংস্কৃতি পরিষদ
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ২৯, ২০১৭, ৭:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে ৭১১ বার |

দিনাজপুর বার্তা২৪.কম॥ মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্য নিয়ে গত ২৮ এপ্রিল শূক্রবার সন্ধ্যায় বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত একজন সাংস্কৃতি কর্মীর সাহায্যার্থে সেতাবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেতাবগঞ্জ সংস্কৃতি পরিষদের আহবায়ক, নাট্য সংগঠক সাংবাদিক মীর মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু তাহের মোঃ মামুন, দিনাজপুর জেলা পরিষদের সদস্য নুরে আলম খন্দকার কায়ছার, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার অধিকার, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ সেতাবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে মরন ব্যাধী ক্যান্সারে আক্রান্ত সাংস্কৃতি কর্মী উমা গুহের মেয়ে হেমা গুহর হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন। এসময় সাংস্কৃতিক কর্মীর মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোঃ সোহেল রানা, আব্দুল খালেক, জাহিদ হাসান ডলার, চঞ্চল বিশ্বাস, হোসেন মাহমুদ সরকার, সরল কুমার রায়, বৃষ্টি, জাপান, বাপ্পি, সেকেন্দার আলী বাদশা। অনুষ্ঠানের সভাপতি এই সাংস্কৃতিক কর্মীর চিকিৎসার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এই পাতার আরো খবর -
২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO