দিনাজপুর প্রতিনিধি : ২০১৭ এসএসসি সমমান পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও, কমেছে পাশের হার । ২০১৬ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পাশের হার ছিল ৮৯.৫৯ আর ২০১৭সালে এসএসসি পাশের হার কমে হয়েছে ৮৩.৯৮।
২০১৭ সালে এসএসসি পরীক্ষায় মোট ১ লক্ষ ৬৪ হাজার ২শত ৯০জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৭৯ হাজার ২ শত ৯১ জন এবং ছাত্রের সংখ্যা ৮৪ হাজার ২ শত ৮১ জন। মোট পাশের হারে ছাত্রীরা ভালো করেছে ছাত্রদের চেয়ে, ছাত্রীরা পেয়েছে ৮৫.৭৬, আর ছাত্রদের প্রাপ্ত প্রাপ্ত পাশের হার ৮২.৩০ । জিপিএ–৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রীদের পেছনে ফেলে ভালো ফল করেছে ছাত্ররা, ছাত্রীরা পেয়েছে ২ হাজার ৯ শত ৯৫ জন এক্ষেত্রে ছাত্ররা পেয়েছে ৩ হাজার ৯ শত ৩৪ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৬৬ টি এবং কোন শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ০১টি।