দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মোফাচ্ছিলুল মাজেদ মে ৭, ২০১৭, ৬:৩৮ অপরাহ্ণ | পড়া হয়েছে ৮০৮ বার |

দিনাজপুর বার্তা২৪.কম ॥ পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা রবিবার (৭ মে) বিকেল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় সহ জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা,দুর্নীতি প্রতিরোধ,শিশু ও নারী নির্যাতন, বাল্য বিবাহ,যৌতুক প্রথা,ইভটিজিং ,মাদক প্রতিরোধ ও স্যানিটেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহাজাহান, মীরা রাণী, ওসি আমিনুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধাদের সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ডিপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, অর্থ সম্পাদক পশিম উদ্দীন,ধামোর ইউনিয়ন কমান্ডার শামসুল হুদা, তোড়িয়া ইউনিয়ন কমান্ডার কসির উদ্দীন, মুক্তিযোদ্ধা ফজলুল করিম, বেঙ্গল প্রমুখ। মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল উপজেলা ভূমি অফিস,উপজেলা নির্বাহী অফিস, রাধানগর ইউনিয়ন ভূমি অফিস,ইউনিয়ন পরিষদ অফিস সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।#

এই পাতার আরো খবর -
২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO