দিনাজপুরের গালিব বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মনোনীত
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুরের সন্তান ইশফাকুর রহমান গালিব। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে গালিবের প্রশংসনীয় ভূমিকার জন্য এই পদে মনোনীত করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়। শনিবার এ বিষয়ে ইশফাকুর রহমান গালিব বলেন, জাতির জনকের আদর্শ বুকে নিয়ে চলছি। ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন । এই পদে মনোনীত করায় আমি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা । আমার দায়িত্ব আর বেড়ে গেল। আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করতে সচেষ্ট থাকব। ইশফাকুর রহমান গালিব দিনাজপুর শহরের নিমতলাস্থ ব্যবসায়ী মাহবুব রহমানের পুত্র।
Related