বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুরের সন্তান ইশফাকুর রহমান গালিব। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে গালিবের প্রশংসনীয় ভূমিকার জন্য এই পদে মনোনীত করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়। শনিবার এ বিষয়ে ইশফাকুর রহমান গালিব বলেন, জাতির জনকের আদর্শ বুকে নিয়ে চলছি। ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন । এই পদে মনোনীত করায় আমি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা । আমার দায়িত্ব আর বেড়ে গেল। আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করতে সচেষ্ট থাকব। ইশফাকুর রহমান গালিব দিনাজপুর শহরের নিমতলাস্থ ব্যবসায়ী মাহবুব রহমানের পুত্র।