দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
সুর কেটে গেল হিমেশ-কোমলের
মোফাচ্ছিলুল মাজেদ জুন ৯, ২০১৭, ৩:২৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৯৩৪ বার |

দিনাজপুর বার্তা ২৪.কম ॥  ২২ বছর ধরে যে গানটা বেঁধেছিলেন হঠাৎই সুর কেটে গেল তার। জনপ্রিয় সুরকার, গায়ক ও অভিনেতা হিমেশ রেশামিয়ার সঙ্গে স্ত্রী কোমলের বিচ্ছেদে পড়ে গেল সিলমোহর। গত ডিসেম্বরেই নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা  ঘোষণা করেছিলেন হিমেশ ও কোমল। বুধবার মুম্বই হাইকোর্ট তাদের বিবাহ বিচ্ছেদের আবেদনে অনুমতি দেয়। হিমেশ-কোমলের পুত্র সায়ম অবশ্য দু’জনের কাছেই থাকবেন। হিমেশের ঘনিষ্ঠ মহলের খবর, টেলিভিশন অ্যাঙ্কর সনিয়া কাপুরের সঙ্গে হিমেশের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কই এই বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ। যদিও হিমেশের স্ত্রী কোমল জানিয়েছেন, এই বিচ্ছেদ তাদের পারস্পরিক বোঝাপড়ায় হয়েছে। এখনো দুই পরিবারের সম্পর্ক খুব ভালো। আদালত থেকে বেরিয়ে কোমল বলেন, আমাদের যাতায়াতও বজায় থাকবে। সনিয়া আমাদের পারিবারিক বন্ধু। ওঁর জন্য বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদের পর হিমেশ বলেন, অনেক সময় সম্পর্কের মধ্যে একে অপরের মতামতকে সম্মান করাটা খুব দরকার। আমরা দু’জনে মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি। কোমল চিরকালই আমার পরিবারের একজন হয়েই থাকবে।

 

 

 

এই পাতার আরো খবর -
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৬ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৫ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
এশা রাত ৭:১১ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO