
দিনাজপুর বার্তা ২৪.কম ॥ বিদ্যা সিনহা মিম বর্তমানে ছোট ও বড় দুই পর্দার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। কারণ আসন্ন ঈদ উপলক্ষে ছোট পর্দায় প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ও নজরুলের গান নিয়ে এনটিভির একক নৃত্যানুষ্ঠান ‘ছন্দে জাগে প্রাণ’-এ দর্শক তাকে দেখতে পাবেন। এ ছাড়া সংগীতশিল্পী তাহসানের বিপরীতে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘সেই সময় তুমি আমি’ শিরোনামের টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। মিম বলেন, টেলিভিশনের জন্য কয়েকটি কাজ করা হয়েছে। বিশেষ করে একক নৃত্যানুষ্ঠান ‘ছন্দে জাগে প্রাণ’ দর্শক পছন্দ করবেন বলে আশা করছি। বিভিন্ন ধরনের গানের কারণে আমার মেকআপ গেটআপেও পরিবর্তন আনতে হয়েছে। এর বাইরে আধুনিক, ফিউশনধর্মী এবং ফোক ঘরানার নাচও আছে। গানগুলোর সঙ্গে কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন। এ ছাড়া ১৭ই জুন থেকে সুইজারল্যান্ডে ‘ইয়েতরি অভিযান’ ছবির কাজ শুরু হবে। ছবিটি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি। এ ছবির কাজ থেকে ফিরে তারেক শিকদারের ‘দাগ’ ও সৈকত নাসিরের ‘পাষাণ’ ছবির বাকি কাজ শেষ করব। এ ছাড়া মিম ১০ই জুলাই থেকে টানা এক মাস রবি কিনাগির ‘ওলট-পালট’ ছবির কাজ করবেন কলকাতায়। এসবের পাশাপাশি এটিএন বাংলার ‘স্টার ক্যানভাস’ নামে তিন প্রজন্মের শিল্পীদের নিয়ে আয়োজিত ঈদের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যা সিনহা মিম। আর চ্যানেল আইয়ে তার অভিনীত ‘আকাশে বাতাসে রটিয়ে দিলাম’ ছবিটি ঈদে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ছবিটি পরিচালনা করেছেন তানিয়া আহমেদ।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:৩৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ |
এশা | রাত ৬:৩৫ অপরাহ্ণ |