ঢাকামঙ্গলবার , ১১ জুলাই ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ৭৩১ বস্তা চাল উদ্ধারের বিষয়ে তদন্ত কমিটি গঠন

মোফাচ্ছিলুল মাজেদ
জুলাই ১১, ২০১৭ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় বিসিক শিল্প নগরী পঞ্চগড় রাইস মিল লিমিটেড এ ৭৩১ বস্তা সরকারী চাল উদ্ধারের বিষয়ে অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। মঙ্গলবার (১১জুলাই) অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে আহবায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে জেলা প্রশাসক বরাবরে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য যে, গত সোমবার (১০জুলাই) পঞ্চগড় বিসিক শিল্প নগরী এলাকায় পঞ্চগড় রাইস মিল লিমিটেড থেকে খাদ্য অধিদপ্তরের মনোগ্রামযুক্ত বস্তা সম্বলিত ৭৩১ বস্তা চাল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। বস্তার গায়ে লেখা ছিল “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ”। খাদ্য বান্ধব কর্মসূচি, উৎপাদন মাস, ডিসেম্বর ২০১৬ অন্য বস্তায় লেখা ছিল …. অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। উৎপাদন মাস জানুয়ারী ২০১৭। গত ১০জুলাই ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালকের নের্তৃত্বে র‌্যাব-১৩ প্রতিনিধি, পঞ্চগড় সদর থানা পুলিশ, জেলা স্যানেটারি ইন্সটেক্টর, পঞ্চগড় ক্যাপ প্রতিনিধির সহায়তায় বিসিক শিল্প নগর পঞ্চগড় এ তদারকি অভিযান পরিচালনার সময় পঞ্চগড় রাইস মিল এর ভিতরে খাদ্য অধিদপ্তরে মনোগ্রামযুক্ত বস্তা ৫০ কেজি ওজনে ৪২৭টি এবং ৩০ কেজি ওজনে ৩০৪ টি বস্তা চাল দেখতে পেলে, মিল মালিক উপস্থিত না থাকায় ম্যানেজারকে বলা হয় এই চালের বস্তা গুলি কোথায় থেকে ক্রয় করা হয়েছে, ম্যানেজার রশিদ দেখালে ক্রয় করা রশিদে লেখা ছিল আব্দুল রুহুল আমিন (লাবু) দেবীগঞ্জ। পঞ্চগড় রাইচ মিলের শেয়ার হোল্ডারের পরিচালক আব্দুস সামাদ পুলক বলেন, আমরা ৩০ কেজি বস্তা প্রস্তুত করে খাদ্যগুদামে পাঠাব এবং বস্তা আমাদেরকে খাদ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন আপনারা যেটা দেখছেন সেটাই লিখবেন এবং ৫০ কেজি বস্তা বাদ দিয়ে শুধু ৩০ কেজি বস্তা লিখবেন। বিষয়টা নির্বাহী অফিসার কে অবহিত করা হলে তাৎক্ষনিক ঘটনা স্থলে উপস্থিত হয়ে, র‌্যাব-১৩, পঞ্চগড় সদর থানা পুলিশ, জেলা স্যানেটারি ইন্সটেক্টর, পঞ্চগড় ক্যাপ প্রতিনিধি, সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে রাইস মিলটি সীল গালা করা হয়।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।