দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

কাহারোলে ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদায় পালিত
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ৭, ২০১৮, ১:২২ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,১২৭ বার |

মোঃ রশিদুল ইসলাম ,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : ২০২১ সালে ভিক্ষা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ শীর্ষক কর্মসূচি ঘোষনার মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ’১৮ উদযাপন উপলক্ষে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত। ৭ মার্চ উদযাপন উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতি সৌধ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপজেলার সকল সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন। র‌্যালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ৭ মার্চের উপর বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারেক হোসেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি গোপেশ চন্দ্র রায়, কউপজেলা সমাজসেবা অফিসার রাজিব কুমার বাগচী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই পাতার আরো খবর -
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৫ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়