দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুরে জাতীয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৮ উদযাপন
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ১৫, ২০১৮, ২:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে ৯৩৪ বার |

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করুন” এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে ১৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালীশেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এছাড়াও স্থানীয় সরকার দিনাজপুর’র উপ-পরিচালক (উপ সচিব) মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপরের সহকারি পরিচালক মমতাজ বেগমের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মওলা বকস্ চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জ্যৈষ্ঠ সহ সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, জেলা ক্যাব’র সহ সভাপতি জিনাত রহমান, সাধারণ সম্পাদক মো. খয়রাত হোসেন, রোলেক্স বেকারীর সত্বাধিকারি মো. সফিউল্লাহ খান শুকলা প্রমুখ।

এই পাতার আরো খবর -
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO