ঢাকাবুধবার , ২১ মার্চ ২০১৮
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বিরলের আদিবাসী ছোটকা মরমুর পরিবার অর্থাভাবে কলার পাতা দিয়ে বাড়ীর বেড়া দিয়েছে

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২১, ২০১৮ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিরল (দিনাজপুর) ॥ বিরলের আদিবাসী ছোটকা মরমু (৭০) এর পরিবার অর্থাভাবেকলার পাতা দিয়ে বাড়ীর বেড়া দিয়ে জীবন যাপন করছে। বন্যায় নিজেদের ঘর ও বাড়ীর দেয়াল ভেঙ্গে পড়ায় এমন দুর্বিসহ পরিস্থিতিতে দিনাতিপাত করতে হচ্ছে তাঁদের। বড় ছেলে নারায়ণ মরমু দিনমজুরের কাজ করে আর ছোট ছেলে আর্থিক অভাব অনটনের মধ্য দিয়েই এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। একমাত্র মেয়ে রনিদা হাসদা ৮ম শ্রেণিতে অধ্যায়নরত। এরই মাঝে ভয়াবহ বন্যায় গ্রামের অন্যান্যদেরমত নিজেদের থাকার ঘরের দেয়াল ভেঙ্গে ফেটে চৌচির হওয়ায় তা পূণঃ মেরামত জরুরী হয়ে পড়েছে। একদিকে সংসারের খরচ অন্যদিকে ছেলে-মেয়ের লেখা-পড়ার খরচ, তারপর আবার বাড়ী-ঘর মেরামত কোনটাতেই সামলিয়ে উঠতে পারছে না ছোটকা মরমু। আগস্ট-২০১৭ মাসের ভয়াবহ বন্যায় তাঁর বাড়ী-ঘরের দেয়পাল নষ্ট হয়ে ও ৩টি ছাগল মরে গিয়ে প্রায় ৭লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ছোটকা মরমু। তাই সরকারী-বেসরকারীসহ বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহ এগিয়ে আসলে তাঁর পরিবারের প্রতি সহায়ার হাত বাড়ালে তিনি ফিরে পেতে পারেন বন্যার পূর্ববর্তী সময়েরমত জীবন-যাপন। এজন্য তিনি তাঁর পরিবারকে সহযোগিতায় এগিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।