দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে পুটিমারা ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৮, ৭:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,৮৫১ বার |

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
গণহত্যা দিবস উপলক্ষ্যে ২৫ মার্চ, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে রোববার বেলা ১১টায় চড়ারহাট বধ্যভূমি প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুটিমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউ,পি চেয়ারম্যান সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান, একলাছুর রহমান, ইউনুছ আলী, থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন, মোশারফ হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান রিপন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি শিবলী সাদিক বলেন, স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে মুক্তিযোদ্ধা ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় চড়ার হাট বধ্যভূমি সংস্কার করে সংরক্ষনের জন্য স্থায়ী শহীদ স্মৃতি মিনার নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ১০ অক্টোবর পাকিস্তানি হানাদার সেনারা এবং তাদের দোসর স্থানীয় রাজাকারেরা চড়ারহাট ও আশেপাশের গ্রামের নিরীহ মানুষকে ধরে এনে গুলি করে হত্যা করে ৯৮ জনকে একসাথে মাটি চাপা দিয়ে রাখে। যা চড়ারহাট বধ্যভূমি নামে পরিচিত। এতে ১১ জন গুলির আঘাতে আহত হয়ে প্রাণে বেঁচে যান।

এই পাতার আরো খবর -
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৩ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৩ অপরাহ্ণ
এশা রাত ৭:০৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO