দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
নবাবগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৬, ২০১৮, ৫:২৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৭৮০ বার |

দিনাজপুর বার্তা২৪.কম : সারা দেশের ন্যায় যথা যোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। প্রত্যুষে ৩১বার, তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভসূচনা হয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ পৃথক পৃথক ভাবে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। সকল সরকারি/বে-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা/প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আনুষ্ঠানিকভাবে “পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন। মুক্তিযোদ্ধা, পুলিশ আনসার ভিডিপি, বয়স্কাউট, গালর্স গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ অভিবাদন ও সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্যে রাখেন, সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। শিশু কিশোরদের অংশ গ্রহণে ডিসপ্লে ও খেলাধুলা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা দুপুরে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় ওই সংবর্ধনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ দবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী বক্তব্য রাখেন। সংবর্ধনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও উন্নত মানের খাবার তুলে নেন উপজেলা নির্বাহী অফিসার। জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ/মন্দির/গীর্জা/প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা। শহীদের উদ্দেশ্যে কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ভলিবল প্রতযোগিতাঃ উপজেলা পরিষদ বনাম চেয়ারম্যান (সকল) ইউপি, প্রীতি ফুটবল প্রতিযোগিতাঃ সুধী একাদশ ও মুক্তিযোদ্ধ সংসদ, বনাম উপজেলা পরিষদ, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭মার্চের ভাষণের তাৎপর্য এবং উন্নয়ন অগ্রগতি” বিষয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান “যোদ্ধাদের মুখে যুদ্ধের গল্প” স্বাধীনতা দিবসের বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

এই পাতার আরো খবর -
৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৯ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:০৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
এশা রাত ৭:০৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO