দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
নিমতলা মন্দিরের আরতি উলুধ্বনী ও শঙ্খ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৭, ২০১৮, ১:৫২ অপরাহ্ণ | পড়া হয়েছে ৭৪৯ বার |

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী নিমতলা মন্দিরে শ্রীশ্রী বাসন্তি পূজা দশমির দিনে অনুষ্ঠিত হলো ছোটদের আরতী প্রতিযোগিতা, বড় মেয়েদের উলু ও শঙ্খ প্রতিযোগিতা।

প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও নিমতলা মন্দিরের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু বলেন, আমাদের প্রজন্ম শিশুদের ধর্মীয় চেতনায় লালন করতে এসব প্রতিযোগিতার যথেষ্ট গুরুত্ব রয়েছে। মা-বোনদের উলু ধ্বনি ও শঙ্খ প্রতিযোগিতা আমাদের ধর্মীয় একটি সংস্কার। এটাকে ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন। বিচারক হিসেবে ছিলেন পবিত্র পাল ও কাশী কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন নিমতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক খোকন কুমার দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি সুবীর চক্রবর্তী, কমল কুমার দত্ত, তাপস দাস তপু, শুকুমার দাস, সম্ময় ঘোষ শুভ, মৃদুল কুমার দাস। আরতী প্রতিযোগিতায় ১৫ জন শিশু, উলু ধ্বনি প্রতিযোগিতায় ১৮ জন এবং শঙ্খ প্রতিযোগিতায় ২২ জন অংশগ্রহণ করে।

এই পাতার আরো খবর -
১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:০৯ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৩৭ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ
এশা রাত ৭:৩৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়