কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :- দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৬ এপ্রিল সোমবার ২ জন দলীয় চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মোট ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন। প্রার্থীগণ হচ্ছেন বাংলাদেশ আ’লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মিত্র, বাংলাদেশ জাতীয়তা বাদী (বিএনপি) দলের দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বাদশা, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন প্রয়াত চেয়ারম্যান নজরুল ইসলামের ছোট ভাই সাবেক সেনা সদস্য মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ রিপন ইসলাম। আরো জানা যায়, আগামী ১৯ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই, বাছাই করা হবে।