বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ শনিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদ রোগির আর্থিক সহায়তার জন্য বোচাগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে উপজেলার ৭জন রোগির প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আহসান আলী। এসময় উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলমসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। যে সকল রোগী চেক পেয়েছেন তারা হলেনঃ মহেশাইল গ্রামের,মোছাঃ আঞ্জুমানয়ারা, গংগাপুর গ্রামের উজ্জ্বল চন্দ্র দেবশর্মা, চন্ডিপুর গ্রামের প্রদীপ রাজভর, সঞ্জিব রাজভর, উদয় সাকোয়া গ্রামের মোঃ সুমন ইসলাম, মহব্বতপুর গ্রামের পুতুল রায়, যশোহর গ্রামের মোঃ আব্দুল জব্বার ও শ্রীমন্তপুর গ্রামের কানন বালা।