ঢাকামঙ্গলবার , ৩১ জুলাই ২০১৮
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

হাবিপ্রবি’র প্রথম ট্রেজারার হিসেবে প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এর যোগদান

মোফাচ্ছিলুল মাজেদ
জুলাই ৩১, ২০১৮ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

হাবিপ্রবি, দিনাজপুরঃ মহামান্য রাষ্ট্রপতি ও এ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার-কে এ বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করেছেন। গত ৩০ জুলাই শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। তিনি ৩১ জুলাই ২০১৮ তারিখে যোগদান করেন এবং পরবর্তী চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ১৯৫২ সালের ২৯ এপ্রিল নড়াইল জেলার সদর উপজেলার বীরগ্রাম-এ জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী, ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে উদ্যানতত্ত্ব বিষয়ে এমএস ডিগ্রী অর্জন করেন। প্রফেসর ড. হালদার ১৯৮৮ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পটুয়াখালী কৃষি কলেজ) প্রভাষক পদে চাকুরী জীবন শুরু করেন। ১৯৯২ সালের ২৬ মে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। তিনি ২০০৮ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি হল সুপার, বিভাগীয় চেয়ারম্যান, আইআরটি’র পরিচালক এবং পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদে ডীন-এর দায়িত্ব পালন করেন। প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার-এর বিভিন্ন জার্নালে এ যাবৎ ১৭টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।