ঢাকাশনিবার , ২৭ অক্টোবর ২০১৮
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বোচাগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
অক্টোবর ২৭, ২০১৮ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ শনিবার সকালে প্রায় ২কোটি ১৬লক্ষ টাকা ব্যায়ে নবনির্মিত বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ৫০লক্ষ টাকা ব্যায়ে অধ্যক্ষ আব্দুর রশিদ গণগ্রান্থার, ১কোটি টাকা ব্যায়ে সেতাবগঞ্জ সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আই সি টি লার্নিং সেন্টার উদ্বোধন ও সরকারী বিদ্যালয়ের ন্যাম ফলক উন্মোচন করা হয়েছে। সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে যে উন্নয়ন হয়েছে অতীতে আর কোন সরকারের আমলে তা হয়নি। বর্তমান সরকার যোগাযোগ ও রেল ব্যবস্থার উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, স্বাস্থ্য সেবার উন্নয়ন এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান করে দিয়েছেন। দেশের এই চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়নে জনগনকে সহযোগিতা করার আহবান। অপর দিকে সকাল ৮টায় সেতাবগঞ্জ সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সাবেক মন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী স্বরণে দিন ব্যাপী ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এ ক্যাম্পে প্রায় ২হাজার ৫শ মানুষ সেবা গ্রহন করে বলে আয়োজক কমিটি জানান। সকাল সাড়ে ১১টায় চক্ষু শিবির পরিদর্শন করেন খালিদ মাহমুদ চৌধুরীর এমপি। এসময় রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী, সেতাবগঞ্জ পৌর সভার মেয়র আব্দুস সবুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, অধ্যক্ষ আব্দুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাফরুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী সেতাবগঞ্জ সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।