দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুরে বিজয়া পূনর্মিলনী অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি
মোফাচ্ছিলুল মাজেদ অক্টোবর ৩০, ২০১৮, ৪:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৮৮৬ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, শেখ হাসিনা আর নৌকার উপর মা দূর্গার আশির্বাদ আছে। আর আছে বলেই হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা নির্ভয়ে দূর্গা পূজা করতে পেরেছে।
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার” এই শ্লোগানক সামনে রেখে ৩০ অক্টোবর মঙ্গলবার রাজবাড়ী দূর্গা মন্ডপ প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিজয়া পূনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক সুনীল চক্রবর্তী ও সদস্য সচিব রতন সিং। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিভাস বিশ্বাস। প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না তারা ভয় ভীতি দেখিয়ে সার্বজনীন উৎসবগুলো নষ্ট করতে চায়। তাদেরকে চিহ্নিত করতে হবে। সকল ধর্মের মানুষের মিশ্রিত রক্ত দিয়ে গড়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাই সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে নিজ নিজ ধর্ম পালন করার। ইতিপূর্বে হিন্দুরা ভালো পদে চাকুরী পেতোনা। কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায়ের অনেকেই এখন বড় বড় পদে চাকুরী পেয়েছেন। বর্তমানে দিনাজপুরে ১৫৮টি পূজা মন্ডপে সুষ্ঠ ও সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। পূর্বে যে সব মন্ডপে দূর্গা পূজা হতো তা টিনের ঘর ছিল। বর্তমানে এখন পাকা পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। এর অবদান শেখ হাসিনা সরকারের। তিনি আরো বলেন, ইতিপূর্বে হিন্দু নারীরা সিঁদুর পড়তে ভয় পেতেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সিঁদুর পড়ে আনন্দে-উৎসবের মধ্যে দূর্গা পূজা সম্পন্ন করেছে। দিনাজপুর জেলার উন্নয়নের ধারাকে ধরে রাখতে হলে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা ও আমাকে আবারো জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সভা শেষে প্রায় ৬ হাজার ভক্তবৃন্দর মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

এই পাতার আরো খবর -
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৬ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৫ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
এশা রাত ৭:১১ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO