দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দৈনিক খবর একদিন-এর প্রধান কার্যালয়ের উদ্বোধন
মোফাচ্ছিলুল মাজেদ নভেম্বর ২, ২০১৮, ১০:১১ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,২৯৭ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: দিনাজপুর থেকে বহুল প্রকাশিত দৈনিক খবর একদিন-এর প্রধান কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় শহরের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সংলগ্ন দৈনিক খবর একদিন পত্রিকার প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়। খবর একদিনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাব ও পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। এসময় দিনাজপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক বণিকবার্তার দিনাজপুর প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের দিনাজপুর প্রতিনিধি দেলোয়ার হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক বেলাল উদ্দীন শিকদার রুবেল, ইন্ডিপেন্ডন্ট টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি সালাহ উদ্দীন আহমেদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের দিনাজপুর প্রতিনিধি রতন সিং, দৈনিক জনমতের বার্তা সম্পাদক লতিফুর রহমান, দৈনিক উত্তরার স্টাফ রিপোর্টার কোরবান আলী সোহেল, দৈনিক দিনবদলের সংবাদের স্টাফ রিপোর্টার কাশী কুমার দাস, দৈনিক জনমতের ইউনিট চীফ গৌরী শংকর রায়, দৈনিক উত্তরবঙ্গের সম্পাদক খোকন কুমার দেব, দৈনিক খবর একদিনের নির্বাহী সম্পাদক মোফাচ্ছিলুল মাজেদ, দি নিউনেশনের দিনাজপুর প্রতিনিধি ইফতেখার আহমেদ পান্না, দৈনিক নওরোজের দিনাজপুর ব্যুারো বাবু আহমেদ বাব্বা, দৈনিক নবরাজের দিনাজপুর প্রতিনিধি ওয়াহেদুর রহমান, দৈনিক খবর একদিনের বোচাগঞ্জ প্রতিনিধি মীর মোশাররফ হোসেন, দৈনিক আজকের দেশবার্তার স্টাফ রিপোর্টার গোলাপ হোসেন, দৈনিক খবর একদিনের বিশেষ প্রতিনিধি দয়ারাম রায়, দৈনিক উত্তরার কাহারোল প্রতিনিধি রাশেদুল ইসলাম, দৈনিক পল্লীবার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রেজা হাই, সাংবাদিক প্রশান্ত সরকার জুন, দৈনিক খবর একদিনের স্টাফ রিপোর্টার মশিউর রহমান চয়ন, দৈনিক জনমতের স্টাফ রিপোর্টার কৌশিক বোস, দৈনিক সোনার দেশের দিনাজপুর প্রতিনিধি কুরবান আলীসহ প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালের ১ জানুয়ারী মালদ্হপট্টি মাজেদা মনজিল থেকে “দেশ ও মানুষের কথা বলে” শ্লোগানকে সামনে রেখে মোঃ মোফাসিরুল রাশেদ সম্পাদক ও প্রকাশক হিসেবে এবং বার্তা প্রধান আজহারুল আজাদ জুয়েলের সম্পাদনায় পত্রিকাটির পথচলা শুরু হয়। প্রকাশনার প্রথম দিন থেকে পাঠক সমাজের মন জয় করে ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে এসেছে পত্রিকাটি।

এই পাতার আরো খবর -
২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৯ অপরাহ্ণ
এশা রাত ৭:১৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO