দিনাজপুর বার্তা২৪ ডেক্স: সন্ত্রাস, মাদক, নাশকতা ও জঙ্গীবাদ নির্মূলে দিনাজপুর জেলার ইমাম-ওলামাদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি রংপুর রেঞ্জ দেবদাস ভট্টাচার্য্য।
আজ শনিবার দিনাজপুর পুলিশ লাইন মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি দেবদাস বট্টাচার্য্য বলেন বর্তমান সমাজের অস্থিরতা নিরসনে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। ইমামরাই পারেন সাধারণ মুসুল্লিদের মাঝে ইসলামের শান্তির বার্তা পৌছে দিতে।
মতবিনিময় সভায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার প্রায় ৫শতাধিক মসজিদে ইমাম অংশগ্রহন করে। মতবিনিময় সভায় আলহাজ্ব মতিয়ার রহমান কাছেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে দিনাজপুরের জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রমূখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।