দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১তম জন্মৎসবে হুইপ ইকবালুর রহিম এমপি
মোফাচ্ছিলুল মাজেদ ডিসেম্বর ৮, ২০১৮, ৮:০৪ অপরাহ্ণ | পড়া হয়েছে ৮১৪ বার |

টাফ রিপোর্টার ॥ হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, শ্রীশ্রী পরমপ্রেমময় শ্রীশ্রী অনুকুল ঠাকুর একজন অসাম্প্রদায়ীক চেতনার মানুষ ছিলেন। তার আদর্শ যুগ যুগ ধরে মানবতকার কল্যাণের পথ রচনা করছে। তিনি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে মানুষের প্রতি ভালোবাসা শিখিয়ে গেছেন।
৮ ডিসেম্বর শনিবার দিনাজপুর সৎসঙ্গ বিহার মন্দির প্রাঙ্গণে সৎসঙ্গ বাংলাদেশ আয়োজিত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১তম জন্ম মহোৎসব ও পরম পূজ্যপদ শ্রীশ্রী বড়দার শুভ ১০৮তম জন্ম তিথি মহোৎসব তৎসহ সৎসঙ্গ বাংলাদেশ ২৩৭তম ঋত্বিক অধিবেশন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনীতে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সকাল ১১টায় শোভাযাত্রাটির উদ্বোধন করেন সহ-প্রতি ঋত্বিক শ্রী ধৃত ব্রত আদিত্য। শোভাযাত্রাটিতে হাজার হাজার ভক্তদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৎসঙ্গ বাংলাদেশ এর সভাপতি সহপ্রতিঋত্বিক শ্রী কুঞ্জবিহারী আদিত্য। বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম শ্রী হরেন্দ্র নাথ বর্মন, সৎসঙ্গ রংপুর শাখার সম্পাদক শ্রী চিত্ত রঞ্জন সরকার খোকন, রংপুর মেডিকেল কলেজের নিউরোলজিষ্ট ডাঃ রাজ কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ ঢাকা’র সাংগঠনিক সম্পাদক নিখিল মজুমদার, এসপিআর প্রকৌশলী শ্রী অমল রায়, দৈনিক উত্তরবাংলার সম্পাদক মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সৎসঙ্গ দিনাজপুর শাখার সভাপতি ক্ষিতিশ চন্দ্র শীল।

এই পাতার আরো খবর -
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৫ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়