স্টাফ রিপোর্টার ॥ ১৭ জানুয়ারী বৃহস্পতিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতি বছরের মত এবারো দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি দিনাজপুরের শীতার্ত অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি সুজা উর রব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি মানবেন্দ্র দাস মনোজ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চেম্বারের সকল পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে চেম্বারের সভাপতি সুজা উর রব চৌধুরী বলেন, শীতার্তদের পাশে দাঁড়ানোটাই মানবতার পরম ধর্ম। সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে কিছু কাজ করা দরকার। দিনাজপুর চেম্বার দীর্ঘদিন ধরে শিক্ষা বৃত্তি, শীতবস্ত্রসহ বিভিন্নভাবে মানুষের কল্যাণে সহযোগিতা করে আসছে। আমরা মনে করি সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে দিনাজপুরের শীতার্ত নারী-পুরুষের শীত নিবারনের ক্ষেত্রে এগিয়ে আসা প্রয়োজন।