ঢাকাবৃহস্পতিবার , ১৭ জানুয়ারি ২০১৯
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর চেম্বারের সভাপতি শীতার্তদের পাশে দাঁড়ানোটাই মানবতার পরম ধর্ম

মোফাচ্ছিলুল মাজেদ
জানুয়ারি ১৭, ২০১৯ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ ১৭ জানুয়ারী বৃহস্পতিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতি বছরের মত এবারো দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি দিনাজপুরের শীতার্ত অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি সুজা উর রব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি মানবেন্দ্র দাস মনোজ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চেম্বারের সকল পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে চেম্বারের সভাপতি সুজা উর রব চৌধুরী বলেন, শীতার্তদের পাশে দাঁড়ানোটাই মানবতার পরম ধর্ম। সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে কিছু কাজ করা দরকার। দিনাজপুর চেম্বার দীর্ঘদিন ধরে শিক্ষা বৃত্তি, শীতবস্ত্রসহ বিভিন্নভাবে মানুষের কল্যাণে সহযোগিতা করে আসছে। আমরা মনে করি সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে দিনাজপুরের শীতার্ত নারী-পুরুষের শীত নিবারনের ক্ষেত্রে এগিয়ে আসা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।