স্টাফ রিপোর্টার ॥ ১৫ মার্চ শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্্সী বাচ্চুর সভাপতিত্বে প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিল ও গঠনন্ত্রের বিশেষ কিছু ধারা সংশোধন, সংযোজন, বিয়োজন বিষয়ক আলোচ্য সূচীর উপস্থাপনা করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। আলোচ্য সূচীর উপর আলোচনা করেন উপস্থিত সদস্য চিত্ত ঘোষ, মিজানুর রহমান মানু, এ্যাড. আমিনুল হক পুতুল, সাজেদুর রহমান সিলু, শাহরিয়ার হিরু, এ্যাড লতিফুর রহমান, মোর্শেদুর রহমান, মোঃ সালাউদ্দিন আহম্মেদ, গৌরী শংকর রায়, মাহফুজুল হক আনার, মোঃ ইদ্রিস আলী, মোঃ খাদেমুল ইসলাম। ৫৪ জন সদস্যের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের অনুমোদন দেয়া হয়। এছাড়া গঠনতন্ত্রের কিছু ধারা সংশোধনের বিষয়েও সদস্যরা অনুমোদনের পক্ষে রায় দেয়।
এ সময় নির্বাহী পরিষদের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক জিনাত রহমান, ক্রী[ড়া সম্পাদক বেলাল সিকদার, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য মুকুল চ্যাটার্জী, শাহ আলম শাহী, মোফাসিরুল রাসেদ। সমাপনী অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু বলেন, দিনাজপুর প্রেসক্লাবের সদস্যদের দীর্ঘদিনের দাবী এবং স্বপ্ন ছিল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিল গঠন করা। আজকে আমরা এই বিশেষ সাধারণ সভার মাধ্যমে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তার অনুমোদন হয়েছে। আমরা মনে করি আমাদের ঐক্যই আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।