স্টাফ রিপোর্টার ॥ “বঙ্গবন্ধুর জন্ম দিন, শিশুর জীবন কর রঙিন”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর উচ্চ বিদ্যালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শিবু নাথ সেন, মোঃ আলম, সাবেক সদস্য মোঃ সালাউদ্দিন আহমেদ, শিক্ষক প্রতিনিধি মোঃ আনোয়ারুল ইসলাম ও মোছাঃ কহিনুর বেগম। পুরষ্কার বিতরণ করতে গিয়ে বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন বলেন, শিশুদের মধ্যে আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে দেখতে পাই। তিনি শিশুদের খুবই ভালোবাসতেন। আজকের শিশুরাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শিশুদের মুক্তিযোদ্ধের এবং বাংলাদেশের প্রকৃত ইতিহাস শেখাতে হবে। প্রধান শিক্ষক নেজামুল ইসলাম বলেন, শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা লাল সবুজের পতাকা পেতাম না। সভার শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মিলাত ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে অংশ গ্রহন করে।