দিনাজপুর বার্তা২৪.কম :- তৃতীয়বারের মত ঈদুল উল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে দেশের বৃহত্তম ঈদগাঁ মাঠ বলে খ্যাত দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গ্র্রহণ করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্টরা আশা করছেন প্রায় ১০লক্ষ লোক একইসাথে এবারে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন এই ঈদগাঁ ময়দানে। গত ১০মে ঈদগাঁ জামাত আয়োজনের প্রস্তুতিসভায় এমনই আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ দিনাজপুর-৩আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এম.পি ।
আজ মঙ্গলবার ঈদগাঁ ময়দান ঘুরে দেখা যায় একদিকে চলছে ডেকোরেশনের কাজ। অন্যদিকে ঈদগাঁ মিনারে রং করা হচ্ছে। মাঠের নিরাপত্তার জন্য নির্মিত হয়েছে ৪টি পযবেক্ষন টাওয়ার। ঈদগাঁ মাঠের প্রস্তুতির জন্য স্বেচ্ছাসেবকলীগের কর্মীসহ প্রায় ২শতাধিক কর্মচারী কাজ করছেন।
দিনাজপুরের প্রাণকেন্দ্রে দেশের বৃহত্তম এই গোর-এ-শহীদ ঈদগাঁ ময়দান অবস্থিত প্রায় ২২একর জমির উপরে। ২০১৫ সালের মাঝামাঝি সময়ে এই ঈদগাঁ মিনার নির্মানের কাজ শুরু হয়। বিশাল আয়তনের এই মাঠে ৩কোটি ৮০লক্ষ টাকা ব্যয়ে ২০১৭ সালে ৫২গম্বুজ বিশিষ্ট এই ঈদগাঁ মিনারের কাজ সম্পন্ন হয় এবং সেবারই প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। তবে পরবর্তীতে সোলার লাইট ও মাঠ ভরাট সংক্রান্তকাজে আরো কিছু টাকা খরচ হয়। ৫২ গম্বুজের দু্ই পাশে ৬০ফুট উচ্চতায় ২টি মিনার মাঝখানে দুটি মিনার ৫০ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ফুট। এসব মিনার আর গম্বুজের প্রস্থ হলো মোট ৫১৬ফুট। মিনারের দুইপাশে রয়েছে মুসল্লীদের ওজুর ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক বাতি।
আয়োজকরা জানিয়েছেন ইতোমধ্যে দিনাজপুর সদর উপজেলাসহ প্রায় সব উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা শহরেও বিভিন্ন মাধ্যমে বিশাল এই ঈদগাঁ ময়দানের প্রচার প্রচারণার কাজ চলছে। সকাল সাড়ে আটটার সময় অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের জামাত। বরাবরের ন্যায় এবারো ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে থাকবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল হক কাসেমী। স্বপ্রনোদিত হয়ে সকলকে দেশের বৃহত্তম এই ঈদগাঁ ময়দানে নামাজ আদায় করবার আহবান জানিয়েছেন হুইপ ইকবালুর রহিম এম.পি। ঈদগাঁ ময়দানের খাদেম আলাউদ্দীন সরকার (৪৫) বলেন গোর-এ-শহীদ ময়দানে এবারের জামাত অনুষ্ঠিত হলে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২টি ঈদ উল আযহা এবং ৩টি ঈদুল ফিতরের জামাত। জীবনের বাকি সময়টাও এই ঈদগাঁ ময়দানের খেদমত করে যেতে চাই।’
এই মাঠে গত ৪টি ঈদের জামাতে নামাজ আদায় করেছেন জিয়াউর রহমান জিয়া (৪০)। তিনি বলেন খুবই ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত। দেশের সর্ববৃহৎ ঈদগাঁ মাঠ এখন আামাদের দিনাজপুরে। শুরু থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ঈদের নামাজ পড়তে আসে। এবারেও আমরা আশা রাখছি ১০লাখ লোকের সমাগম হবে দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে।’
দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, ‘এবারেই প্রথম এত লোকের সমাগম হতে যাচ্ছে। প্রায় ১০লাখ মুসল্লির নামাজ আদায় করাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে। ঈদগাঁ মাঠের চারপাশে ৫টি স্থানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। পুরো মাঠের বিশেষ বিশেষ স্থানে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশির ব্যবস্থাসহ গোয়েন্দা সংস্থা, পুলিশ সদস্য, র্যাব সদস্যরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে সক্রিয় থাকবেন।’
প্রস্তুত দেশের বৃহত্তম ঈদগাঁ মাঠ দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দান। ১০লাখ মুসল্লীর নামাজ আদায়ের আশা।