
দিনাজপুর প্রতিনিধি: দেশীয় তৈরী ওয়ান স্যুটার গানসহ দিনাজপুরে একজনকে আটক করেছে র্যাব। ১০ অক্টোবর বৃহস্পতিবার ভোরে র্যাব-১৩এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতয়ালী থানার গোবিন্দপুর এলাকা থেকে  থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মো: মাজেদুর রহমান(৪৫)কে অস্ত্রসহ আটক করে।
আটক মো : মাজেদুর রহমান দিনাজপুর কোতয়ালী থানার দক্ষিন গোবিন্দপুর গ্রামের মৃত মোবারক আলীর পুত্র। তার বিরুদ্ধে দিনাজপুর কোতায়ালী থানায় একাধিক মামলা রয়েছে।
দিনাজপুর র্যাব-১৩এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি সিদ্দিক আহম্মেদ জানান, আটক মো: মাজেদুর রহমান দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালন করে আসছিল, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                