নবাবগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন। সকালে সর্বস্তরের জনসাধারনের অংশ গ্রহনে প্রভাত ফেরি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয় ।
সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার(ভুমি) মোঃ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা মোঃ এখলাছুর রহমান, সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করা হয়।