ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুুর দুদকের হাতেপাসপোর্ট অফিসের দালাল আটক

মোফাচ্ছিলুল মাজেদ
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম :-  দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিাযান চালিয়ে ১ দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২৪ফেব্রুয়ারি ) দুপুরে শহরের মিশন রোড এলাকায় অবস্থিত দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে মো: হাসান আলী (৪৫) উরফে @রমজান কে আটক করা হয়। পাসপোর্ট করিয়ে দেয়ার নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপসহকারি পরিচালক মোহাম্মদ জিন্নতুল ইসলাম জানান, দিনাজপুর জেলা প্রশাসক রবারব একটি আভিযোগের প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করি। আজ পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করার সময় মো: হাসান আলী কে একজন সেবা গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মো: মোহছেন উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টির দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারার দালাল মো: হাসান আলী’কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এবিষয়ে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ: সহকারী পরিচালক মো: বিল্লাল হোসনে জানান, আমি পাসপোর্ট অফিসের দালালদের উপদ্রব নিরসনের লক্ষে পদক্ষেপ গ্রহনের জন্য কিছুদিন আগে দিনাজপুর জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম এক বরাবর একটি লিখিত অভিযোগ জানাই। এরই ধারাবাহিকতায় আজ এই অভিযান পরিচালনা হয়েছে। দালাল নির্মূলের লক্ষে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।